New York Bangla Life
Image default
অ্যামেরিকা

টিম ওয়ালজকে নিয়ে দুই স্টেইটে নির্বাচনী সমাবেশ কামালা হ্যারিস

অ্যামেরিকার প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে জোর প্রচারণা চালাচ্ছেন ডেমোক্র্যাট দলের প্রেসিডেন্ট প্রার্থী কামালা হ্যারিস এবং তার রানিং মেট টিম ওয়ালজ। তারা উইসকনসিন এবং মিশিগান স্টেইটে তাদের নির্বাচনী প্রচারণা সমাবেশ করেন।

প্রচারণী সমাবেশগুলোতে দশ হাজারের বেশি সমর্থক উপস্থিত ছিলেন। সমর্থকদের সামনে কামালা তার নতুন রানিং মেটকে পরিচয় করিয়ে দেন। নির্বাচনী সমাবেশগুলোতে সমর্থকদের উপস্থিতিতে উচ্ছ্বাস প্রকাশ করেন কামালা হ্যারিস।

তিনি প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার পর থেকে প্রতিটি সমাবেশেই সমর্থকদের উপস্থিতি বেড়েছে । উইসকনসিন স্টেইটে যে সমাবেশ তারা করেছে তাতে ১২ থেকে ১৫ হাজার লোকের উপস্থিতি ছিল।

এই সমাবেশকে ওয়ালজ এখন পর্যন্ত তার সবচেয়ে বড় নির্বাচনী সমাবেশ বলে অভিহিত করেছেন। সমাবেশে সমর্থকরাও বেশ উচ্ছ্বসিত ছিল। স্লোগানে স্লোগানে উত্তাল ছিল সমাবেশগুলো। সমর্থকরা ‘আমরা ফিরে যাচ্ছি না’ বলে স্লোগানে দেয়।

সমাবেশে অংশগ্রহণকারীরা বলেন, তারা কামালা হ্যারিস এবং ওয়ালজকে দেখার জন্য উৎসাহী ছিলেন। ২০০৬ সালে মার্কিন প্রতিনিধি পরিষদে নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত ওয়ালজ একটি পাবলিক স্কুলের শিক্ষক ছিলেন। তাকে দেখতে পেরে উল্লাস প্রকাশ করেন ওয়ালসের স্কুলের সাবেক এক সহকর্মী।

মিডওয়েস্টার্নে ডেমোক্র্যাটরা ওয়ালজকে তাদের নিজেদের একজন বলে অভিহিত করেন। স্থানীয় সমর্থকরা ওয়ালজের ভূয়োদর্শী প্রশংসা করেন। হ্যারিসের রানিং মেট হিসেবে ওয়ালজের নাম ঘোষণা করার পর থেকে ২৪ ঘণ্টার একটি পরিসংখ্যানে দেখা যায়, ডেমোক্র্যাটদের প্রায় ৩৬ মিলিয়ন সমর্থক বেড়েছে।

তবে সমাবেশে কামালার বক্তৃতার সময় ফিলিস্তিনপন্থীরা চিৎকার করে বলেন, ‘কামালা আপনি নিজেকে লুকাতে পারবেন না, আমরা গণহত্যার জন্য ভোট দিচ্ছি না।’

এর জবাবে কামালা বলেন, ‘গণতন্ত্রে সবার কণ্ঠস্বরই গুরুত্বপূর্ণ। আপনারা কি চান ট্রাম্প জয়ী হোক? মূলত আমি এজন্যই কথা বলছি।’ সমাবেশে কামালা তার প্রতিদ্বন্দ্বী ট্রাম্পকে আক্রমণ করে বলেন, যারা এমন ইঙ্গিত দেন যে আমরা দেশের সংবিধান ভূলুণ্ঠিত করব?

কামালাকে এবারের নির্বাচনে জয়ী হতে হলে উইসকনসিন এবং মিশিগান স্টেইটে বিজয় নিশ্চিত করা অত্যন্ত জরুরি বলে মনে করছেন বিশ্লেষকদের কেউ কেউ। মিনেসোটার গভর্নর ওয়ালজের জন্যও উইসকনসিন ও মিশিগান হবে কঠিন পরীক্ষার।

এদিকে আগামী সেপ্টেম্বরে প্রেসিডেন্সিয়াল বিতর্কে মুখোমুখি হবেন রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ও সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এবং কামালা হ্যারিস। এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, তিনি কামালার সঙ্গে মুখোমুখি বিতর্কে অংশগ্রহণ করার জন্য বেশ আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন। গার্ডিয়ান।

———————————–


বাংলাদেশের খবর দেখতে এখানে ক্লিক করুন এবং ভিডিও দেখতে এখানে ক্লিক করুন

Related posts

১২৫ হাজার শরণার্থী নেয়ার পরিকল্পনা বাইডেনের

Ny Bangla

ট্রাম্প এবং ভ্যান্স গ্রামীণ কমিউনিটিকে পণ্য হিসেবে দেখেন: ওয়ালজ

Ny Bangla

হত্যার শিকার হয়েছিলেন যে সকল প্রেসিডেন্ট

Ny Bangla

বেরিল এখন টেক্সাসের পথে

Ny Bangla

ভাইস প্রেসিডেনশিয়াল ডিবেইটের সময় দুই পক্ষের ব্যাপক শোডাউন

Ny Bangla

ড. ইউনুসের বিরুদ্ধে নিউইয়র্কে বিক্ষোভের কর্মসূচি ঘোষণা আওয়ামী লীগের

Ny Bangla

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy