New York Bangla Life
বাংলাদেশ

তাই বলে জামায়েতের সঙ্গে কন্ঠ মেলাবেন?

নাদিরা সুলতানা নদী, অস্ট্রেলিয়া প্রবাসী

আমরা বাংলাদেশের রাজনৈতিক সকল দলগুলোর সমালোচনা করতে পারি,
ছাত্রলীগের ফাঁসি চাইতে পারি।

কিন্তু তাই বলে আপনারা জামাত শিবির রাজাকারদের হয়ে কণ্ঠ মেলাবেন?!

যে দলটি ধর্মের নামে দেশ বিরোধিতা করেছে, এই বাংলাদেশই চায়নি।

ধর্ম রক্ষার নামে আপনার পূর্বপুরুষদের মা বোনদের শত্রুর হাতে তুলে দিয়েছে।

প্রতিবেশী কোন মুক্তিযোদ্ধা পরিবারকে নিঃস্ব করে শত্রুর মুখোমুখি করে দিয়েছে।
তাদের হাতে আবার এই দেশকে তুলে দেয়ার কোন আয়োজনে সামিল হবেন!
যে বা যারা লম্বা সময় ধরে ছাত্র নেতাদের রগ কেটে দিত তাদের আদর্শে উদজীবিত হতে বলবেন আমাদের ছেলেমেয়েকে!

স্বৈরাচার হঠাতে যেয়ে, দেশের জন্ম ইতিহাসকে রক্তাক্ত করবেন, ভুলিয়ে দেবেন এই প্রজন্মকে!

আহা, একটা সময় ছিল, বিশ্ববিদ্যালয়ে পড়া ছাত্র ছাত্রীদের স্লোগান ছিল ”জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড়’

তারা বলতে চাইতো দেশে থাকতে চাইলে এই দেশের জন্ম ইতিহাসটি মেনে নিয়ে ক্ষমা চেয়ে তারপর সামিল হতে হবে সকল আন্দোলন সংগ্রামে।

আপনারা যারা ধর্ম পালন করতে যেয়ে তাদের সকল ফাঁদে পা রাখেন তাদের দেখি আর দীর্ঘশ্বাস ফেলি, আমি নিশ্চিত ফেয়ার ইলেকশন হলে দেশে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তাদের নিয়েই বাস্তবায়ন হবে আবার পূর্ব পাকিস্তান!

কোন মুনিষি যেন বলেছিলেন, ”নীল নদের পানি যেমন নীল নয়, জামাতে ইসলামী, ইসলাম নয়”!

* আমি চাই আমি ভুল এটা প্রমাণিত হোক, সবাই আমার নিন্দা করেন, আমারও ফাঁসি চান এক সময় কেন এমন বলছি!!

Related posts

অন্তবর্তী সরকার গঠন হবে, প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন: সেনাপ্রধান

saeimkhan

নির্বাচন কমিশন পুনর্গঠনে শিগগিরই সার্চ কমিটি: মাহফুজ আলম

Ny Bangla

ছাত্র আন্দোলন বিজয়ের দ্বারপ্রান্তে: মির্জা ফখরুল

Ny Bangla

নতুন রাজনৈতিক দল গঠনের পরিকল্পনা শিক্ষার্থীদের

Ny Bangla

অ্যামেরিকার সঙ্গীতের মূলধারার প্রতিযোগিতায় বাংলাদেশী শিল্পী পাপী মনা

producer

সেনাবাহিনী ও ইউনূস সরকারের জন্যে যে তথ্য লুকিয়ে গেছে গণমাধ্যম

Ny Bangla

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy