New York Bangla Life
বাংলাদেশ

বাংলাদেশের বিভিন্ন জেলায় ছাত্র আন্দোলন

রাজধানীসহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সমাবেশ, মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা৷

কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা বিক্ষোভ কর্মসূচিতে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন শিক্ষার্থীসহ অসংখ্য বিক্ষোভকারী৷ রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে আসেন বিক্ষোভকারীরা৷ শহীদ মিনারে জড়ো হওয়া আন্দোলনকারীরা শ্লোগানে মুখর করে তুলেন পুরো এলাকা৷ এ সময় অনেকের হাতেই নানা প্ল্যাকার্ড দেখা যায়৷ কেন্দ্রীয় শহীদ মিনারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার মন্ত্রিসভার পদত্যাগের একদফা দাবি ঘোষণা দেয় বাংলাদেশ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।



মিরপুর ১০ নম্বরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
রাজধানীর মিরপুরেও বিক্ষোভ করেন আন্দোলনকারীরা৷ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আন্দোলনকারীরা জড়ো হতে শুরু করেন৷ মিরপুর ১০ নম্বর গোলচত্বরে অবস্থান নেন তারা৷ ৯ দফা দাবিসহ বিভিন্ন রকমের শ্লোগান দিতে থাকেন তারা৷

সায়েন্স ল্যাবে বিক্ষোভ মিছিল
রাজধানীর সায়েন্সল্যাবে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা৷ ‘সারা বাংলাদেশে ছাত্র-নাগরিকদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা করে খুনের প্রতিবাদ ও নয় দফা’ দাবিতে তারা বিক্ষোভ মিছিল করেন৷ এ সময় অনেক পুলিশ সদস্য অবস্থান করে৷

কুমিল্লায় আন্দোলনকারীদের মিছিলে গুলি
বাংলাদেশ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পূর্ব ঘোষিত গণমিছিল কর্মসূচিতে কুমিল্লা মহানগর আওয়ামী লীগ, যুবলীগের নেতাকর্মীরা শিক্ষার্থীদের উপর হামলা চালায়। হামলায় ৩০ জন শিক্ষার্থী আহত এবং ছয়জন গুলিবিদ্ধ হয়। আহতদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রের অবস্থা আশঙ্কাজনক। হামলার সময় ঘটনাস্থলে পুলিশ ছিল না বলে জানিয়েছেন ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীরা।

চট্টগ্রামে নিউমার্কেট মোড়ে বিপুল সমাবেশ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে চট্টগ্রামের নিউমার্কেট মোড়ে শুরু হয় ছাত্র-জনতার সমাবেশ৷ এতে অংশ নিতে জড়ো হয় বিপুল সংখ্যক ছাত্র-জনতা৷ এতে নিউমার্কেট এলাকায় বন্ধ হয়ে যায় যান চলাচল৷ এ সময় কোতোয়ালী থানার দিক থেকে আসা সড়ক ব্যারিকেড দিয়ে রাখে শিক্ষার্থীরা৷

টাঙ্গাইলে ছাত্রজনতার সমাবেশ
সারা বাংলাদেশে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলা ও হত্যার প্রতিবাদ এবং নয় দফা দাবিতে টাঙ্গাইলে ছাত্রজনতার উপস্থিতিতে বিক্ষোভ মিছিল হয়৷ টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে নজরুল সরণী সড়কে সমবেত হন টাঙ্গাইল জেলার বিভিন্ন এলাকা থেকে আসা বিক্ষোভকারীরা৷ শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সেখানে শ্লোগান দিতে থাকেন৷

কুষ্টিয়ায় ছাত্রজনতার সমাবেশ
কুষ্টিয়ায় বৃষ্টির মধ্যে চার কিলোমিটার হেঁটে মিছিল করেছেন আন্দোলনকারীরা৷ সেখান থেকে সাদ্দাম বাজার হয়ে চৌড়হাস মোড়ে গিয়ে কিছুক্ষণ অবস্থান করে৷ এরপর মিছিলটি মজমপুর গেটে অবস্থান নেয়৷ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মিছিলে শিক্ষার্থী, অভিভাবক, বিভিন্ন শ্রেণির-পেশার মানুষ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশ নেন৷

রংপুর ও বগুড়ায় মিছিল ও সমাবেশ
রংপুর প্রেসক্লাব চত্বরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি জানিয়ে অংশ নেন অভিভাবক ও শিক্ষকরা৷ তাদের বিক্ষোভ মিছিল প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে৷ এ সময় এ সময় তারা ৯ দফা দাবিতে শ্লোগান দেন৷ পরে তাদের সরিয়ে দিতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে৷

Related posts

পদত্যাগের বিষয়ে শেখ হাসিনার বিবৃতিটি মিথ্যা ও বানোয়াট: সজীব ওয়াজেদ জয়

producer

স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

Ny Bangla

কোটা আন্দোলনকারীদের ওপর হামলার নিন্দা জানালো ম্যাথিউ মিলার

Ny Bangla

ফাঁসিতে ঝোলানোর মিশনের পর এবার শেখ হাসিনার মিডিয়া ট্রায়াল!

Ny Bangla

জনসাধারণকে আন্দোলনে শামিল হওয়ার আহ্বান বিএনপির

saeimkhan

আওয়ামী লীগের তৈরি আইনেই তাদের বিচার করতে হবে: জামায়াতের আমির

Ny Bangla

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy