New York Bangla Life
বাংলাদেশ

রাঙ্গামাটিতে সেনাবাহিনী ও পুলিশের মধ্যে সংগঠিত অনাকাঙ্ক্ষিত ঘটনায় আইএসপিআর এর বিবৃতি

রাঙ্গামাটি জেলার জুরাছড়ি উপজেলায় সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের মধ্যে সংগঠিত অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রসঙ্গে ২৮ আগস্ট আইএসপিআর একটি বিবৃতি দিয়েছে।

বিবৃতিতে বলা হয়, গত ২৭ আগস্ট ২০২৪ রাঙামাটির জুরাছড়িতে সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের মধ্যে একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়। এ ব্যাপারে মূল কারণ উদঘাটন এবং দায়ী ব্যক্তিদের সনাক্ত করার লক্ষ্যে সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে একটি যৌথ তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

তদন্তে শেষে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ঘটনাটি তদন্তাধীন থাকায় উস্কানিমূলক বক্তব্য ও গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য সকলকে অনুরোধ করা হল।

এরআগে, ২৬ আগস্ট বিকেলে জুরাছড়িতে চাকমা পুলিশ ও সেনাবাহিনীর সাথে মারামারি খবরে জুরাছড়িতে আতঙ্ক বিরাজ করছে। রাঙামাটি জেলার জুরাছড়ি উপজেলার বনযোগীছড়া সেনা জোনের জোন কমান্ডার জুলফিকলী আরমান তার দুই সৈনিক নিয়ে সাদা পোশাকে উপজেলা সদরে ইভিনিং ওয়াকে বের হন।

সাদা পোশাকে তিন চাকমা পুলিশ সদস্য দোকানের পাশে বসে চা খাচ্ছিলেন । এমন সময় দুই সেনা সদস্য তিন চাকমা পুলিশকে চর-থাপ্পর মারে। এতে চাকমা পুলিশরাও দুই সেনার সাথে হাতাহাতি করেন।

স্থানীয়দের ভাষ্য মতে, সেনাবাহিনীর জোন কমান্ডারকে সালাম না দেয়ায় দুই সেনা সদস্য তিন চাকমা পুলিশকে চর-থাপ্পর মারে এবং সেটা হাতাহাতিতে রুপান্তরিত হয়। স্থানীয়দের হস্তক্ষেপে একসময় জোন কমান্ডার ও দুই সেনা সদস্য ক্যাম্পে ফিরে যান। পুলিশ সদস্যরা থানায় ফিরে যান।

এর কিছুক্ষণ পর জোন কমান্ডার এর নেতৃত্বে একদল সেনা সদস্য থানায় উপস্থিত হন এবং কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে থানা ভিতরে প্রবেশ করে তিন চাকমা পুলিশ সদস্যকে লাঠ-ঘুষি দিয়ে ব্যাপক মারধর করেন।

সেনা সদস্যরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)-কেও ব্যাপক মারধরও করেন। এরপর সেনা সদস্যরা চাকমা পুলিশদের বেঁধে বনযোগীছড়া জোনে নিয়ে গিয়ে আটকে রাখেন। জানা গেছে, পুলিশদের হাত/পাও ভেঙে দেওয়া হয়েছে।

এদিকে সেনা সদস্যরা বাজারে একদল দোকানদারকে দিয়ে থানা ও পুলিশের দুর্নীতি-অনিয়মের অভিযোগ তুলে, শ্লোগান দিয়ে মিছিল করতে বাধ্য করছে আবার সেনা সদস্যরা নিজেরাই থানায় অগ্নিসংযোগ করে উত্তেজিত জনতা অগ্নিসংযোগ করেছে বলে প্রচার করছে।এই নিয়ে এলাকায় জনগণের মধ্যে গভীর উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে ।

Related posts

সাংবিধানিক সংকটে অন্তর্বর্তীকালীন সরকার

saeimkhan

ছাত্র আন্দোলনে কোনো শিশু মারা যায়নি, হতে পারে দুই-একজন কিশোর মারা গেছে : স্বরাষ্ট্রমন্ত্রী

isa

সব অপরাধীদের বিচার হবে: ড. ইউনূস

Ny Bangla

কোটা আন্দোলনে মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ জাতিসংঘের কাছে

Ny Bangla

আবারও যেন রাজপথে নামতে না হয়, নির্বাচনের তারিখ দিন: জয়নুল আবদিন

Ny Bangla

‘কাউন্টডাউন শুরু’ স্ট্যাটাস দেওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট বরখাস্ত

Ny Bangla

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy