New York Bangla Life
বাংলাদেশ

হিজাব বিরোধী ১০০ শিক্ষকের তালিকা প্রকাশ

শিক্ষা প্রতিষ্ঠানে হিজাববিরোধী ১০০ শিক্ষকের তালিকা প্রকাশ করেছে ‘অধিকার সচেতন শিক্ষার্থী সমাজ’নামক একটি সংগঠন। এ তালিকায় উঠে এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিভিন্ন বিভাগ ইনস্টিটিউটের ২৪ শিক্ষকের নাম।

২২ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির রাজু ভাস্কর্যে অবস্থান নিয়ে বিক্ষোভ সমাবেশ ও তালিকাটি প্রকাশ করেন তারা। এসময় শিক্ষার্থীরা সমাবেশ থেকে ঐ শিক্ষকদের চাকুরীচ্যুতি ও শাস্তিও দাবী তোলে।তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের অধ্যাপকসহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ এবং স্কুলের শিক্ষকদের নাম রয়েছে।



শিক্ষার্থীরা দাবী করেন, হিজাব বা বোরকা পরার কারণে অসংখ্য ছাত্রী প্রতিনিয়ত নিপীড়নের শিকার হলেও তারা সেই কষ্ট মুখ বুজে সহ্য করছেন, কারো কাছে প্রকাশ করছে না। আমরা সেই সব হিজাব বা বোরকা পরিহিতা বোনদের বলতে চাই, আপনারা নিপীড়ক শিক্ষক-শিক্ষিকাদের আর ভয় পাবেন না, তাদের পরিচয় গোপন করবেন না। আমরা গুগল ফর্মে একটি পেইজ খুলেছি। আপনারা সেই ঠিকানায় ঐ সমস্ত হিজাব বিরোধী শিক্ষিক-শিক্ষিকা সম্পর্কে জানান। আমরা তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিবো।



সমাবেশে ‘অধিকার সচেতন শিক্ষার্থী সমাজ’ এর আহবায়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধ বিজ্ঞান বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী মুহম্মদ মুহিউদ্দিন রাহাত বলেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সবচেয়ে বেশি বৈষম্য আর নিপীড়নের শিকার হচ্ছেন আমাদের হিজাব বা নেকাব পরা ছাত্রীরা। তাদের নানান উপায়ে এক শ্রেণীর শিক্ষক-শিক্ষিকা প্রতিনিয়ত নিপীড়ন করে থাকেন। তাদের ক্লাস, পরীক্ষা, ভাইভায় বাধা দেন, নিত্য নুতন কায়দায় হেনস্তা করেন। বর্তমান বৈষম্যমুক্ত বাংলাদেশে হিজাব পরিহিতা ছাত্রীদের উপর এতদিন ঘটে যাওয়া নিপীড়নের অবসান হওয়া চাই। তাই আমরা শিক্ষার্থীরা আমাদের সেই সব নিপীড়িত বোনদের পাশে দাড়াবো এবং যে সমস্ত শিক্ষক শিক্ষিকা হিজাব, নিকাব বা বোরকা পরিহিতা ছাত্রীদের নিপীড়ন করেছে আমরা তাদের চাকুরীচ্যুতি ও শাস্তি দাবী করছি।

মুহম্মদ মুহিউদ্দিন রাহাত আরো বলেন, আমাদের অনুসন্ধান বলছে, হিজাব বা বোরকা পরার কারণে অসংখ্য ছাত্রী প্রতিনিয়ত নিপীড়নের শিকার হলেও তারা সেই কষ্ট মুখ বুজে সহ্য করছেন, কারো কাছে প্রকাশ করছে না। এমনকি সেই সব ঘটনা নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিলেও অভিযুক্ত শিক্ষক শিক্ষিকার নাম উহ্য রাখছেন। আমরা সেই সব হিজাব বা বোরকা পরিহিতা বোনদের বলতে চাই, আপনারা নিপীড়ক শিক্ষক-শিক্ষিকাদের আর ভয় পাবেন না, তাদের পরিচয় গোপন করবেন না।

‘অধিকার সচেতন শিক্ষার্থী সমাজ’এর সদস্য সচিব ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী মুহম্মদ ইয়াকুব মজুমদার বলেন, বিজ্ঞানের উৎকর্ষতার এ যুগে একজন শিক্ষার্থীর পরিচয় নিশ্চিত করতে মুখ দেখানোর কোন প্রয়োজন নেই। শিক্ষার্থীর আঙুলের ছাপ দিয়ে তার পরিচয় শতভাগ নির্ভুলভাবে নিশ্চিত করা সম্ভব। তবে বিশেষ কারণে কোন ছাত্রীকে তল্লাশী করার প্রয়োজন হতে পারে, সেক্ষেত্রে সবার সামনে নয়, বরং শিক্ষিকা দ্বারা ছাত্রীদের আলাদা কক্ষে নিয়ে তল্লাশী করা প্রয়োজন। অথচ কিছু শিক্ষক-শিক্ষকা সেই কাজটি করেন না, বরং কোন ছাত্রী হিজাব বা বোরকা পরলে তাকে নারী-পুরুষ সবার সামনে হেনস্তা করে আনন্দ লাভ করে, যা খুবই ন্যাক্কারজনক বিষয়।

‘অধিকার সচেতন শিক্ষার্থী সমাজ’ এর সদস্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং ৪র্থ বর্ষের শিক্ষার্থী মুহম্মদ আবু মুরসালিন বলেন, একজন মানুষ তার শরীরের কোন অংশ ঢেকে রাখবে অথবা খোলা রাখবে, এটা সম্পূর্ণ তার প্রাইভেসী। কেউ যদি অন্যের হিজাব বা নেকাব খোলার চেষ্টা করে, তবে অবশ্যই এটা প্রাইভেসী অধিকার লঙ্ঘন।

সমাবেশে বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলো। তারা সারা দেশের হিজাব বিরোধী ১০০ শিক্ষক-শিক্ষিকার তালিকা প্রকাশ করে এবং আগামীতে আরো হিজাব বিরোধী শিক্ষিক-শিক্ষিকার তালিকা প্রকাশ করবে বলে ঘোষণা দেয়।
হিজাব বিরোধী শিক্ষক শিক্ষিকাদের তালিকা-

১. ড. ওয়াহিদুজ্জামান চাঁন, আই.ই.আর, ঢাবি।
২. ড. আজিজুর রহমান, মনোবিজ্ঞান, ঢাবি
৩. অধ্যাপক ড. মুহাম্মদ মাহবুবুর রহমান। আইইআর, ঢাবি।
৪. অধ্যাপক মোহাম্মদ নুরে আলম সিদ্দিকী। আইইআর, ঢাবি।
৫. ড. নুসরাত ফাতেমা, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, ঢাবি।
৬. মিজান, অ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন, ঢাবি।
৭. ড. সামাদ, সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট, ঢাবি।
৮. ড. মোহাম্মদ গিয়াসউদ্দিন শামীম, বাংলা বিভাগ, ঢাবি।
৯. প্রফেসর ড.ভীস্মদেব চৌধুরী, বাংলা বিভাগ, ঢাবি।
১০. সোহানা মেহবুব, বাংলা বিভাগ, ঢাবি।
১১. ড.তারিক মনজুর, বাংলা বিভাগ, ঢাবি।
১২. অধ্যাপক ড. সৈয়দ আজিজুল হক, বাংলা বিভাগ, ঢাবি।
১৩. কানিজ ফাতেমা বর্না, বাংলা বিভাগ, ঢাবি।
১৪. সাদেকা হালিম, সমাজবিজ্ঞান, ঢাবি।
১৫. মনিরুল ইসলাম, রাষ্ট্রবিজ্ঞান, ঢাবি
১৬. মামুন আল মোস্তফা, রাষ্ট্রবিজ্ঞান, ঢাবি
১৭. ড. হাফিজুর রহমান কার্জন, আইন, ঢাবি।
১৮. নাসিরুদ্দিন মুন্সী, তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যাবস্থানা বিভাগ, ঢাবি
১৯. জিনাত হুদা, সমাজবিজ্ঞান, ঢাবি।
২০. খায়রুল চৌধুরী, সমাজবিজ্ঞান বিভাগ, ঢাবি।
২১. জুয়েল মিয়া, ডিজাস্টার ম্যানেজমেন্ট এন্ড ভালনারেবিলিটি স্টাডিজ, ঢাবি।
২২. খালিদ হাসান ডিজাস্টার ম্যানেজমেন্ট এন্ড ভালনারেবিলিটি স্টাডিজ, ঢাবি।
২৩. সামশাদ নওরীন- ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, ঢাবি।
২৪. খালিদ বিন আমির, ব্যাংকিং ইন্সুরেন্স বিভাগ, ঢাবি।
২৫. শহিদুল ইসলাম, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, ইসলামীক বিশ্ববিদ্যালয় (ইবি)।
২৬. শিমুল রায়, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট ইবি।
২৭. উম্মে সালমা লুনা , হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, ইবি।
২৮. ড. কাজী আখতার হোসেন হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগে, ইবি।
২৯. শিমুল রায়, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগ ইবি।
৩০. উম্মে সালমা লুনা, ইবি
৩১. শহিদুল ইসলাম, ইবি
৩২. মাহবুবা সিদ্দিকা, ইবি ।
৩৩. ড. জাকারিয়া রহমান, ব্যবস্থাপনা বিভাগ, ইবি।
৩৪. মমতাজ, ইডেন মহিলা কলেজ।
৩৫. ড. হাফিজুর রহমান, ইসলামিক স্ট্যাডিজ, রাবি।
৩৬. রওশন ইয়াজদানী, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
৩৭. শিখা গোমেজ, হলিক্রস স্কুল এন্ড কলেজ।
৩৮. ইন্দ্রজিৎ, হলিক্রস স্কুল এন্ড কলেজ।
৩৯. আফরিন, হলিক্রস স্কুল এন্ড কলেজ।
৪০. সিস্টার কণিকা, হলিক্রস স্কুল এন্ড কলেজ।
৪১. সিস্টার পলিন, হলিক্রস স্কুল এন্ড কলেজ।
৪২. সিস্টার বাসনা, হলিক্রস স্কুল এন্ড কলেজ।
৪৩. অনিমেষ, হলিক্রস স্কুল এন্ড কলেজ।
৪৪. ব্রাদার প্রদীপ প্লাসিড গোমেজ, সেন্ট গ্রেগরিজ হাই স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা।
৪৫. রতন কুমার বড়ুয়া, সাতবাড়িয়া উচ্চ বিদ্যালয়।
৪৬. শিক্ষক তুষার কান্তি বড়ুয়া, জোরারগঞ্জ বৌদ্ধ (জেবি) উচ্চ বিদ্যালয়।
৪৭. আমোদিনী পাল, দাউল বারবাকপুর উচ্চ বিদ্যালয়, নওগাঁ।
৪৮. সেবক রঞ্জন দাস, ব্রজেন্দ্রগঞ্জ আরসি উচ্চ বিদ্যালয়, সুনামগঞ্জ।
৪৯. সুনীল চন্দ্র দাস, ভাদেশ্বর নাছির উদ্দিন উচ্চ বিদ্যালয় ও কলেজ, সিলেট।
৫০. মোজাম্মেল হোসেন, শেরেবাংলা উচ্চ বিদ্যালয়, নোয়াখালী।
৫১. হারাধন চন্দ্র দাস, শেরেবাংলা উচ্চ বিদ্যালয়, নোয়াখালী।
৫২. নেপুর চন্দ্র পাল, অগ্রগামী বালিকা উচচ বিদ্যালয়, সিলেট ।
৫৩. মসউদুল ইসলাম, কামাল আহমেদ মজুমদার স্কুল এন্ড কলেজ, রূপনগর, মিরপুর, ঢাকা।
৫৪. কুন্তলা চৌধুরী, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়।
৫৫. প্রতিমা রানী বিশ্বাস, কর্নেল মালেক মেডিকেল কলেজ।
৫৬. কাজী আব্দুল মুন্নাফ, টিকেএম উচ্চ বিদ্যালয়, নবাবগঞ্জ, ঢাকা।
৫৭. রেজাউল করীম, চট্টগ্রাম কলেজ ।
৫৮. দিপালী দেওয়ান, দয়াময়ী উচ্চ বিদ্যালয়, রাঙ্গামাটি
৫৯. অলক চক্রবর্তী, কক্সবাজার সরকারি কলেজ।
৬০. করুনা রানী বেপারী, কক্সবাজার নার্সিং ইনস্টিটিউট।
৬১. তাজুল, সরকারী অগ্রগামি বালিকা উচ্চ বিদ্যালয়, সিলেট।
৬২. মাহবুব আলম, কুমিল্লা পলিটেকনিক।
৬৩. মোহাম্মদ আব্দুর রউফ খাঁ, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ।
৬৪. মোহাম্মদ মুনির আলম, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ।
৬৫. মির্জা গালিব রুমি, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ।
৬৬. সাইফুল ইসলমা খান, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ।
৬৭. খন্দকার কামরুজ্জামান, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ।
৬৮. পলাশ কান্তি বিশ্বাস, কাপাসিয়া ডিগ্রি কলেজ, গাজীপুর।
৬৯. রুবিনা সুলতানা, বনশ্রী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা।
৭০. পরিমল চন্দ্র ভৌমিক, দক্ষিণ নেয়াজপুর মকবুল আহাম্মদ উচ্চ বিদ্যালয়, ফেনী।
৭১. কামরুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ।
৭২. কাজী রাহিনুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ।
৭৩. সামসুজ্জামান, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ।
৭৪. আবু বকর সিদ্দিক, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ।
৭৫. মোহম্মদ আশরাফুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ।
৭৬. সেলিনা আকতার, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ।
৭৭. আলাউদ্দিন আহমদ, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ।
৭৮. এ কে এম ওবায়দুল হক, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ।
৭৯. লায়লা ইয়াসমিন, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ।
৮০. ফারজানা তাসমিন, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ।
৮১. আবু সালেহ মুহম্মদ নঈম উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ।
৮২. মহিউদ্দিন, ইসলামিক স্ট্যাটিজ, সরকারী তিতুমীর কলেজ
৮৩. জসিম উদ্দিন, ফিন্যান্স এন্ড ব্যাংকিং, কুমিল্লা বিশ্ববিদ্যালয়।
৮৪. মৌসুমী রায়, হবিগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়।
৮৫. গৌরি প্রভা দাশ, চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজ।
৮৬. শহিদুল ইসলাম , চাঁদপুর সিটি কলেজ ।
৮৭. ঝর্ণা রাণী দাস, বারডেম নার্সিং কলেজ ।
৮৮. রাজন মিয়া, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ।
৮৯. মিতা সফিনাজ, নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজ, কুমিল্লা।
৯০. আরিফুল আরিফ প্রামাণিক, ভবানীপুর ছেফাতিয়া কামিল মাদরাসা, , লালমনিরহাট।
৯১. হাসিনা মমতাজ, কাদেরিয়া বালিকা উচ্চ বিদ্যালয় চট্টগ্রাম।
৯২., মোহরা সায়েরা খাতুন কাদেরিয়া বালিকা উচ্চ বিদ্যালয় চট্টগ্রাম।
৯৩. হাসান, নারীশিক্ষা একাডেমী ডিগ্রি কলেজ, বড়লেখা মৌলভীবাজার।
৯৪. হেলাল উদ্দিন, নারীশিক্ষা একাডেমী ডিগ্রি কলেজ, বড়লেখা মৌলভীবাজার।
৯৫. নাজমুস সাকিব খান, নোবিপ্রবি।
৯৬. আব্দুল করিম, শাহ রাহাত আলী উচ্চ বিদ্যালয়, ব্রাহ্মণবাড়িয়া।
৯৭. ধরিত্রী, নার্সিং ইনস্টিটিউট মাদারীপুর।
৯৮. আমিমুল এহসান মানিক, পালং আদর্শ উচ্চ বিদ্যালয়, কক্সবাজার।
৯৯. রমেশ কান্তি ঘোষ, পীরেরবাগ আলীম উদ্দিন উচ্চ বিদ্যালয়, ঢাকা।
১০০. মিরন নাহার, নার্সিং ও মিডওয়াইফারি কলেজ, কুমিল্লা।

Related posts

দেশ গঠনে তারেক রহমানকে নেতৃত্ব দিতে হবে: ফরহাদ মজহার

Ny Bangla

পাঠ্যপুস্তক থেকে জামায়াতের বিরুদ্ধে ‘মিথ্যাচার’ মুছে ফেলার আহ্বান

saeimkhan

বদলে যাচ্ছে পুলিশের ইউনিফর্ম–লোগো

producer

কে বলেছে ছাত্র-জনতার আন্দোলনে জামায়াত ছিল না: ফারুকী

Ny Bangla

এখনও শত শত কোটি টাকা তুলছে এস আলম

Ny Bangla

এক দফা দাবিতে যশোরে শিক্ষার্থীদের বিশাল বিক্ষোভ

Ny Bangla

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy