New York Bangla Life
Image default
আন্তর্জাতিকব্লগ

মোদি-পুতিনের সাক্ষাতে কড়া সমালোচনা জেলেনস্কির

রাশিয়ায় দুই দিনের সরকারি সফরে গিয়ে ইউক্রেন যুদ্ধ শেষ করার জোরালো আবেদন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মস্কোতে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে একটি অনানুষ্ঠানিক বৈঠকে মোদি তাকে সরাসরি বলেন, যুদ্ধের মাঠে কোনো সমাধান পাওয়া যাবে না।

এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমি জেলেনস্কি কড়া সমালোচনা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির । আজ ৮ জুলাই (সোমবার) মোদি যখন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করেন, সেইদিনই ইউক্রেনে রুশ হামলায় অন্তত ৪১ জন নিহত হয়েছে।

সিনএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার মস্কোতে সরকারি বাসভবনে পুতিনের সঙ্গে দেখা করেন মোদি। সেখান থেকে ৯০০ কিলোমিটার দূরেই কিয়েভে হামলা হয়েছে। মস্কোতে মোদির এই সফরকে শান্তি প্রচেষ্টার জন্য ব্যাপক হতাশা এবং বিধ্বংসীকর করে বলে উল্লেখ করেছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট।

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরুর পর এবং গত মাসে রেকর্ড তৃতীয় মেয়াদে ক্ষমতায় ফেরার পর এটিই প্রধানমন্ত্রী মোদির প্রথম রাশিয়া সফর।

তৃতীয় মেয়াদে নির্বাচিত হওয়ায় মোদিকে অভিনন্দন জানান পুতিন। বলেন, পুনরায় প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার মধ্যদিয়ে তিনি প্রমাণ করেছেন যে, ভারতের স্বার্থকে এগিয়ে নেয়ার ক্ষেত্রে তিনি কার্যকর ভূমিকা রেখেছেন।

এর আগে মস্কোতে নরেন্দ্র মোদিকে স্বাগত জানান পুতিন। তাকে তার ‘প্রিয় বন্ধু’ অভিহিত করে সম্ভাষণ জানান।

সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন দুই নেতা একে অপরকে কোলাকুলি করছেন। দুই জনের মধ্যে চায়ের আড্ডা হচ্ছে এবং ইলেক্ট্রনিক গাড়িতে বসে ঘোড়ার প্রতিযোগিতা উপভোগ করছেন।

রুশ হামলার প্রসঙ্গ উল্লেখ করে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এ নিয়ে জেলেনস্কি বলেন, এটা অনেক হতাশা ও বিধ্বংসীকর যে এমন দিনে বিশ্বের সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশের নেতা এবং বিশ্বের সবচেয়ে নিষ্ঠুর অপরাধীর সঙ্গে কোলাকুলি করছেন।

দুই দেশেই এবছর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। রাশিয়ার পুতিন বিপুল ব্যবধানে জয়ী হয়েছেন। আর ভারতে রেকর্ড তৃতীয়বারের জন্যে সরকার গঠন করতে সক্ষম হয়েছেন মোদি। পুনর্নিবাচিত হওয়ার পর এই ছিল মোদি ও পুতিনের প্রথম সাক্ষাৎ।

Related posts

ইউনূস সরকারকে সহায়তার আশ্বাস জাতিসংঘের

Ny Bangla

জুরাছড়িতে পুলিশ ও সেনাবাহিনীর মাঝে উত্তেজনা

saeimkhan

ন্যাটোর সদস্য হওয়ার যোগ্য দেশ ইউক্রেন : এরদোগান

Ny Bangla

‘ফাঁসির তালিকার’ শীর্ষে নেতানিয়াহু

Ny Bangla

ভারত-পাকিস্তানের সম্পর্ক কি উষ্ণ হচ্ছে

Ny Bangla

ইউক্রেনের প্রেসিডেন্টকে ‘পুতিন’ আর কমলাকে ‘ট্রাম্প’ বলে ডাকলেন বাইডেন

Ny Bangla

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy