New York Bangla Life
বাংলাদেশ

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এখন মূল চ্যালেঞ্জ: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র ও কৃষি বিষয়ক উপদেষ্টা লে. জেনারেল (অব.) মো. বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করাই প্রধান চ্যালেঞ্জ। জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আমাদের প্রধান চ্যালেঞ্জ হলো আইনশৃঙ্খলা। যত দ্রুত সম্ভব আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করা যায়।’

এর আগে স্বরাষ্ট্র বিষয়ক উপদেষ্টা জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গুয়েন লুইসের সঙ্গে বৈঠক করেন। বৈঠক প্রসঙ্গে উপদেষ্টা বলেন, ‘এই পরিস্থিতি মোকাবিলায় ওনারা আমাদের কী ধরনের সাহায্য-সহযোগিতা করতে পারেন, সেই বিষয়ে মূলত আলোচনা হয়েছে। আমরা কোন কোন খাতে সহযোগিতা চাচ্ছি, সেটাও আলোচনায় উঠে এসেছে।’

রোহিঙ্গা সমস্যা নিয়েও আলোচনা হয়েছে বলে জানান স্বরাষ্ট্র বিষয়ক উপদেষ্টা। তিনি বলেন, ‘রোহিঙ্গাদের ক্ষেত্রে তারা সহযোগিতা করছে, আমরা আরও সহযোগিতা চেয়েছি। এক দশমিক দুই মিলিয়ন রোহিঙ্গা, প্রতিদিনই তাদের বাচ্চা বাড়ছে, খরচ বাড়ছে। আমাদের পক্ষে কত দিন এই খরচ বহন করা সম্ভব!’

উপদেষ্টা আরও বলেন, জাতিসংঘ থেকে যে ফ্যাক্ট ফাইন্ডিং মিশন আসার কথা, সেটা তারা পাঠাবে। সে ক্ষেত্রে তারা কোন ধরনের সহযোগিতা করবে, আমরা কোন ধরনের সহযোগিতা চাই—এসব নিয়ে আলোচনা হয়েছে।

জাতিসংঘের ফ্যাক্ট-ফাইন্ডিং মিশন আগামী সপ্তাহে বাংলাদেশে আসতে পারে বলে জানান স্বরাষ্ট্র বিষয়ক উপদেষ্টা। দায়িত্ব প্রসঙ্গে কৃষি উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেন, ‘আমি কৃষি মন্ত্রণালয়েরও দায়িত্ব রয়েছি, সেখানে আমার লক্ষ্য কীভাবে উৎপাদন বাড়িয়ে লোকজনকে খাওয়াতে পারি বেশি।’

Related posts

উত্তরায় বিক্ষোভকারী শিক্ষার্থীদের ওপর সাউন্ড গ্রেনেড–টিয়ারশেল নিক্ষেপ

Ny Bangla

‘শহীদী মার্চ’ পালন করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

Ny Bangla

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সুস্থ ও স্বাভাবিক আছেন

Ny Bangla

আজ জন্মদিন তোমার: খোলা চিঠি

Ny Bangla

‘দীপ্ত শপথ’ গুঁড়িয়ে নিষিদ্ধ হিযবুত তাহরীরের পোস্টার

Ny Bangla

বিশ্ববাজারে ডলারের দাম সাত মাসের মধ্যে সর্বনিম্ন

Ny Bangla

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy