New York Bangla Life
অ্যামেরিকা

এবার ট্রাম্পের ওপর হামলায় দোষারোপ বাইডেনকে

ট্রাম্পের ওপর গুলির ঘটনায় প্রেসিডেন্ট জো বাইডেনকে দায়ী করেছেন রিপাবলিকান সিনেটর জেডি ভ্যান্স । ট্রাম্পের প্রতি বাইডেনের ‘আক্রমণাত্মক’ ভাষা ব্যবহারের ফলে এ ধরনের ঘটনা ঘটেছে বলে জানান ট্রাম্পের সম্ভাব্য ভাইস প্রেসিডেন্ট প্রার্থী জেডি ভ্যান্স। আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

তবে আল জাজিরাকে প্রেসিডেন্টসিয়াল স্টাডিজের অধ্যাপক বারবারা পেরি বলেন, ‘ট্রাম্পের ওপর গুলির ঘটনায় বাইডেনকে দায়ী করা বাড়াবাড়ি এবং সম্পূর্ণ বানোয়াট।’

তিনি আরও বলেন, জো বাইডেন একজন প্রেসিডেন্ট প্রার্থী। তিনি সুবিধা নেয়ার জন্য প্রতিপক্ষকে চাপে রাখতে সমালোচনা করতেই পারেন। কিন্তু ট্রাম্পের ওপর গুলির ঘটনায় বাইডেন জড়িত, এ ধরনের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। সুতরাং সিনেটর ভ্যান্সের এ ধরনের দাবি সম্পূর্ণ অযৌক্তিক।

এদিকে, অ্যামেরিকার পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন নির্বাচনী সভায় ট্রাম্পের ওপর গুলির ঘটনায় হতভম্ব হয়েছেন । তিনি এক্স পোস্টে বলেন, ট্রাম্পের ওপর গুলির ঘটনায় আমি বাকরুদ্ধ। এ ঘটনায় দুঃখ প্রকাশ করছি।

তবে এটা জেনে খুশি হয়েছেন যে, সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প নিরাপদে রয়েছেন।

তিনি আরও বলেন, অ্যামেরিকার রাজনীতিতে সহিংসতার কোনো স্থান নেই। সবাইকে অবশ্যই একে প্রতিহত করতে হবে।

আইন প্রয়োগকারী সংস্থা একটি তথ্যে জানানো হয়েছে, নির্বাচনী সভার ২০০ থেকে ৩০০ ফুট দূর থেকে ট্রাম্পের ওপর গুলি চালানো হয়েছে। ধারণা করা হচ্ছে এতে এআর স্টাইলের রাইফেল ব্যবহার করা হয়েছে।

Related posts

প্রেসিডেন্ট নির্বাচনে দুই স্টেইটে কামালা এবংট্রাম্পের তীব্র লড়াই

Ny Bangla

অ্যামেরিকার গণতন্ত্র রক্ষায় ট্রাম্পকে জিততে হবে: ইলন মাস্ক

Ny Bangla

কামালা ঝড়ে বিপর্যস্ত ট্রাম্প এখন ঘুড়ে দাঁড়াতে প্রাণপণ চেষ্টা

Ny Bangla

নিউইয়র্কে বাপার বার্ষিক অ্যাওয়ার্ড ২০২৪

Ny Bangla

হত্যার শিকার হয়েছিলেন যে সকল প্রেসিডেন্ট

Ny Bangla

ট্রাম্পের ওপর হামলার তদন্ত করছে এফবিআই

Ny Bangla

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy