New York Bangla Life
ব্লগ

কর্মী ছাঁটাইয়ে সিএনএন


বিশ্বের শীর্ষস্থানীয় সংবাদ প্রতিষ্ঠানের মধ্য অন্যতম সিএনএন। অ্যামেরিকান সংবাদমাধ্যম সিএনএন- এর প্রায় ১০০ কর্মী চাকরি হারাতে যাচ্ছেন । বার্তা সংস্থা রয়টার্স এর এক প্রতিবেদনে প্রতিষ্ঠানটির অভ্যন্তরীণ বিষয়টির তথ্য জানা গেছে।

প্রতিবেদনে জানানো হয়, সিএনএন-এর পরিকল্পনা অনুযায়ী টেলিভিশনের সাংবাদিকদের ডিজিটাল নিউজ টিমের সঙ্গে একত্রিত করা হবে। আরও বেশি ভিডিও কনটেন্ট তৈরিতে বিনিয়োগ করবে প্রতিষ্ঠানটি।

সিএনএন-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক থম্পসন বলেন, ‘আগামীতে বিলিয়ন ডলারের ডিজিটাল ব্যবসা গড়ে তোলার প্রস্তুতি নিচ্ছি আমরা।’

মার্ক থম্পসন নিউ ইয়র্ক টাইমস এবং বিবিসিতে সাবেক এক্সিকিউটিভের দায়িত্ব পালন করেছেন। তিনি গত বছরের সিএনএন-এর সিইও হিসাবে দায়িত্ব গ্রহণ করেন। এরপর থেকে নেটওয়ার্কের কার্যক্রমকে স্ট্রিমলাইন করার চেষ্টা করছেন এবং নেটওয়ার্কের কার্যক্রম সহজতর করার চেষ্টা করছেন।

এক সংবাদমাধ্যমে সিইও জিম ব্যাঙ্কফ বলেন, টালমাটাল অর্থনৈতিক পরিস্থিতির শিকার হয়ে কর্মীসংখ্যা কমানোর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারির মালিকানাধীন সিএনএন গত বছর ম্যাক্সে কনটেন্ট স্ট্রিমিং শুরু করে। এর ধারাবাহিকতায় এই বছরের শেষ নাগাদ সিএনএন ডট কম এর জন্য একটি স্বতন্ত্র সাবস্ক্রিপশন চালু করবে। যা লাইফস্টাইল ও ফিচার কনটেন্টের ওপর ফোকাস করবে।

সিএনএন এর নতুন পরিকল্পনার অংশ হিসেবে একটি ইউনিট টিভি ফিউচার ল্যাব তৈরি করবে এবং সিএনএন এর জন্য কনটেন্ট তৈরি করবে পাশাপাশি ডিজিটাল চ্যানেলগুলোর জন্য সিএনএন এর টিভি প্যাকেজ তৈরি করবে।

থম্পসন সিএনএনের সম্পাদকীয় কাজের ক্ষেত্রেও বেশ কয়েকটি পরিবর্তনের কথা বলেন।
কর্মী ছাঁটাইয়ে সিএনএন

Related posts

দেশে স্বৈরশাসন প্রতিষ্ঠা করবেন ট্রাম্প: কমলা হ্যারিস

Ny Bangla

এবার টাইম স্কয়ারে সার্বজনীন বাঙালির দুর্গাপূজা!

Ny Bangla

ইউক্রেনের প্রেসিডেন্টকে ‘পুতিন’ আর কমলাকে ‘ট্রাম্প’ বলে ডাকলেন বাইডেন

Ny Bangla

বাংলাদেশে পুলিশি বাধা উপেক্ষা করে কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীরা

Ny Bangla

জুরাছড়িতে পুলিশ ও সেনাবাহিনীর মাঝে উত্তেজনা

saeimkhan

কোটা সংস্কার আন্দোলনের নতুন কর্মসূচি । শনিবার দেশব্যাপী প্রতিবাদ মিছিল এবং রোববার থেকে পূর্ণাঙ্গ অসহযোগ আন্দোলনের ডাক ।

isa

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy