New York Bangla Life
Election 2024অ্যামেরিকা

ভার্চুয়াল কারেন্সি বিনিয়োগকারীরা কামালার জন্য তহবিল সংগ্রহ করবেন

বার্তা সংস্থা রয়টার্স এর তথ্যানুযায়ী, আগামী ৫ নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী কামালা হ্যারিসের জন্য ক্রিপ্টোকারেন্সি খাতের বেশ কয়েকজন নির্বাহী ও বিনিয়োগকারীরা তহবিল সংগ্রহ করার উদ্যোগ নিয়েছেন । তাই আগামী ১৩ সেপ্টেম্বর তাঁরা ওয়াশিংটনে একটি অনুষ্ঠানের আয়োজন করবেন।

কামালা হ্যারিসের জন্য সর্বনিম্ন এক লাখ ডলার সংগ্রহ করা সম্ভব হবে সেই অনুষ্ঠানে বলে ধারণা করা হচ্ছে। আয়োজকদের মধ্যে ব্লকচেইন ও ক্রিপ্টোকারেন্সি ওয়ার্কিং গ্রুপের সহসভাপতি টিফানি স্মিথ ও ক্রিপ্টোকারেন্সি উদ্যোক্তা রাহিল্লা জাফর রয়েছেন।

তাঁরা আশা করছেন, নির্বাচিত হলে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের অধীন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন ক্রিপ্টো খাতে যে চাপ তৈরি করেছে, তা কমিয়ে আনবেন কামালা হ্যারিস।

এত দিন প্রেসিডেন্ট নির্বাচনে কামালা হ্যারিসের প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি সমর্থন দিয়ে আসছিলেন ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগকারীরা। এবারই প্রথম তাঁরা কামালা হ্যারিসের সমর্থনের জন্য কোনো অনুষ্ঠান আয়োজন করতে যাচ্ছেন।

যদিও এক লাখ ডলার সংগ্রহের এই অনুষ্ঠান বেশ ছোটখাটোই বলা যায়। ট্রাম্প এরই মধ্যে ক্রিপ্টোবান্ধব নীতি তৈরির প্রতিশ্রুতি দিয়েছেন। সেই পরিপ্রেক্ষিতে কামালা হ্যারিসের জন্য ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগকারীদের তহবিল সংগ্রহ কার্যক্রম নির্বাচনের জন্য কৌশলগত একটি পদক্ষেপ বলে মনে করছেন বিশ্লেষকেরা।

কামালা হ্যারিস এখনো প্রকাশ্যে ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে নিজের অবস্থান প্রকাশ করেননি। তবে তাঁর প্রচার কর্মীরা এরই মধ্যে কয়েনবেস, রিপলসহ বিভিন্ন ক্রিপ্টোকারেন্সি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে দেখা করেছেন বলে জানা গেছে।

কামালা হ্যারিসের পক্ষে অনুষ্ঠান আয়োজনের বিষয়ে ক্রিপ্টোকারেন্সি ওয়ার্কিং গ্রুপের সহসভাপতি টিফানি স্মিথ বলেন, ‘আমরা নিশ্চিত করতে চাই ডেমোক্র্যাট মনোনীত প্রার্থী যেন এই শিল্পের গুরুত্ব সম্পর্কে বুঝতে পারেন। ক্রিপ্টো ফর হ্যারিস নামের আরেকটি গ্রুপ কামালা হ্যারিসের জন্য কাজ শুরু করছে।’

প্রসঙ্গত, বড় বড় ক্রিপ্টোকারেন্সি প্রতিষ্ঠান নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রচারাভিযানে প্রার্থীদের অনুদান দিচ্ছে। কামালা হ্যারিস প্রচারণার জ্যেষ্ঠ উপদেষ্টা ব্রায়ান নেলসন বলেন, হ্যারিস উদীয়মান প্রযুক্তির বৃদ্ধিকে সমর্থন করেন, যা ক্রিপ্টোকারেন্সি খাতের অনেকের কাছে একটি ইতিবাচক বিষয়।

অন্যদিকে ক্রিপ্টোকারেন্সি উদ্যোক্তা রাহিল্লা জাফর বলেন, ক্রিপ্টোকারেন্সি খাতসংশ্লিষ্ট ভোটারদের প্রভাবিত করার জন্য কামালা হ্যারিসের সামনে সুবর্ণ সুযোগ রয়েছে।

Related posts

বিজ্ঞানী হওয়ার স্বপ্নে অ্যামেরিকায় পাড়ি দেন কামালা হ্যারিসের মা

Ny Bangla

ট্রাম্প ফিরলেও ‘সাহায্য’ অব্যাহত থাকবে : জেলেনস্কি

Ny Bangla

ডিবেটে কামালার সামনে চুপসে গেলেন ট্রাম্প!

Ny Bangla

ইনডিপেনডেন্স ডে’র ছুটিতে রেকর্ড ভ্রমণ 

producer

অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণে কঠিন চ্যালেঞ্জে ট্রাম্প

Ny Bangla

রিপাবলিকান দলের নতুন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সর

Ny Bangla

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy