New York Bangla Life
বাংলাদেশ

মাগুরায় গুলিবিদ্ধ হয়ে ছাত্রদল নেতা নিহত

মাগুরায় আজ রোববার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সর্বাত্মক অসহযোগ কর্মসূচি ঘিরে সংঘর্ষে ছাত্রদলের এক নেতা নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন। বেলা সাড়ে ১১টার দিকে শহরের পারনান্দুয়ালী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মেহেদী হাসান (রাব্বি) জেলা ছাত্রদলের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক। তাঁর বাড়ি পৌরসভার পারনান্দুয়ালী এলাকায়।    

মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের পরিচালক মহসিন উদ্দিন জানান, দুপুর আনুমানিক ১২টার সময় গুলিবিদ্ধ অবস্থায় ওই যুবককে হাসপাতালে আনা হয়। চিকিৎসাধীন অবস্থায় দুপুর সাড়ে ১২টার দিকে তিনি মারা যান। তাঁর শরীরে গুলিবিদ্ধ হওয়ার চিহ্ন রয়েছে। হাসপাতালের পরিচালক জানান, এ পর্যন্ত অন্তত ১০ জন আহত অবস্থায় হাসপাতালে এসেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সর্বাত্মক অসহযোগ কর্মসূচি পালন করতে আন্দোলনকারীরা শহরের বিভিন্ন স্থানে উপস্থিত হন। সকাল সাড়ে ১০টার দিকে পর শহরের পারনান্দুয়ালী এলাকায় অবস্থান নেন সাধারণ শিক্ষার্থী ও বিএনপি–ছাত্রদলের নেতা–কর্মীরা। অন্যদিকে ঢাকা রোড বাসস্ট্যান্ডে পুলিশ ও আওয়ামী লীগের কর্মীরা ছিলেন। একপর্যায়ে দুপক্ষের মধ্যে দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় মেহেদী হাসান গুলিবিদ্ধ হন। হাসপাতালে নেওয়ার পর তাঁর মৃত্যু হয়।

Related posts

ঢাকা জেলা ও ধানমন্ডি আওয়ামী লীগ কার্যালয়ে আগুন

Ny Bangla

ফেনীতে সংঘর্ষে ৫ জন নিহত

Ny Bangla

কি হচ্ছে বাংলাদেশে ?

producer

সাম্প্রদায়িক হামলার নিরপেক্ষ তদন্ত করে বিচার করা হবে: ফখরুল

Ny Bangla

আশুলিয়ায় শ্রমিক ও আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে সংঘর্ষে নিহত একজন, গুলিবিদ্ধ ৬

Ny Bangla

মুক্তির পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ফুলের শুভেচ্ছা

Ny Bangla

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy